পঞ্চগড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেফতারও করা হয়েছে। গ্রেফতারকৃতরা-বোদা উপজেলার সরকার পাড়া এলাকার মৃত মনছুরের ছেলে সাইদুল হাসান হিরু (৪০) ও সর্দারপাড়া এলাকার খয়রুল ইসলামের ছেলে জুয়েল ইসলাম (৪০)।
মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে বেংহারি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক সোহাগ হোসেন বোদা থানায় মামলাটি করেন। মামলায় ৮৪ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জন অজ্ঞাত আসামী করা হয়। মামলার পর রাতেই ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
সোমবার মাগরিবের নামাযের পর মানিকপীর মাদরাসা মাঠে যুবদলের কর্মীসভা চলাকালে তিনটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কর্মীসভা চলাকালে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দূর্বৃত্তরা সভা লক্ষ্য করে পরপর তিনটা ককটেল বিস্ফোরন ঘটায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে