পঞ্চগড়ে ৮৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৪

পঞ্চগড়ে ৮৪ বোতল ফেন্সিডিলসহ মিজানুর রহমান মিজান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাত সাড়ে টায় সদর উপজেলার পুরাতন পঞ্চগড় ধাক্কামারা এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় সোমবার ( নভেম্বর) সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মিজানুর রহমান ওই এলাকার আব্দুল মমিনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেনাবাহিনী মিজানুর রহমানের হেফাজতে থাকা ৮৪ বোতল ফেন্সিডিল এবং ক্রয় বিক্রয়ের তেইশ ৬৪০ টাকা উদ্ধার করে জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোনাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর