পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের নামে হত্যা চেষ্টা মামলা

পঞ্চগড় প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪

২৮ অক্টোবর ২০০৬ সালের ঘটনায় পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের নামে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। সদর উপজেলার জালাসিপাড়া এলাকার শাহীন আলম আশিক শুক্রবার (১নভেম্বর) পঞ্চগড় সদর থানায় মামলাটি করেন। এ মামলা অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামী করা হয়েছে।

মামলায় অন্য আসামীদের মধ্যে উল্লেখযোগ্যরা- পঞ্চগড়ে - আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান,সাবেক সংসদ সদস্য সাংসদ নাঈমুজ্জামান ভুঁইয়া( মুক্তা), জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর মেয়র জাকিয়া খাতুন,বিপেন চন্দ্র রায়,মোশারফ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ডাকে লগি বৈঠা,লাঠিসোটা নিয়ে পঞ্চগড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চগড় বিএনপি দলীয় কার্যালয়ের এক সমাবেশে হামলা চালায়। এতে আহত হন আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালসহ কয়েকজন। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর