দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের আরও চার সেনা নিহত ও ১৪ সেনা আহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত সবাই একই ব্রিগেডের ছিলেন। এর মধ্যে একজন প্লাটুন কমান্ডার, একজন উপ-কমান্ডার, একজন সামরিক রাব্বি ও একজন সাধারণ সেনা।
এদিকে, আহত সেনাদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ গুরুতর। তাই আইডিএফ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। ওদিকে এ হামলায় হিজবুল্লাহর তিন সদস্যও নিহত হয়েছেন।
গত ২৬ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা চালানো শুরু করে ইসরায়েল। ওইদিনই তাদের ৮ সেনা নিহত হয়। ইসরায়েল চায় হিজবুল্লাহকে সরিয়ে উত্তরাঞ্চলে নিজেদের বাসিন্দাদের ফিরিয়ে আনবে। ওদিকে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর নিয়মিত হামলা চালাচ্ছে। ১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত লেবাননে ৩১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল