লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ১৮ সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪

দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের আরও চার সেনা নিহত ও ১৪ সেনা আহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত সবাই একই ব্রিগেডের ছিলেন। এর মধ্যে একজন প্লাটুন কমান্ডার, একজন উপ-কমান্ডার, একজন সামরিক রাব্বি একজন সাধারণ সেনা।

এদিকে, আহত সেনাদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ গুরুতর। তাই আইডিএফ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। ওদিকে   হামলায় হিজবুল্লাহর তিন সদস্যও নিহত হয়েছেন।

গত ২৬ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা চালানো শুরু করে ইসরায়েল। ওইদিনই তাদের সেনা নিহত হয়। ইসরায়েল চায় হিজবুল্লাহকে সরিয়ে উত্তরাঞ্চলে নিজেদের বাসিন্দাদের ফিরিয়ে আনবে। ওদিকে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর নিয়মিত হামলা চালাচ্ছে। অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত লেবাননে ৩১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল


মন্তব্য
জেলার খবর