মন্তব্য
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় লালু মিয়া (৮০) নামে এক বৃদ্ধের প্রাণহানি ঘটেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা মহাসড়কের বাইগুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালু মিয়া পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের মৃত আমিন দফাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সড়ক পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিল লালু মিয়া। ওই সময় পিছন থেকে সাতক্ষীরা থেকে যশোরগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে লালু মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
পাটকেলঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে