নাটোরের গুরুদাসপুরে অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করাসহ চড়া মূল্যে পণ্য বিক্রির অপরাধে পাঁচ দোকানদারকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানার আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার। পাঁচ ব্যবসায়ীর জরিমানার পরিমাণ একত্রে ৬ হাজার ২০০ টাকা । ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রত্যেক দোকানদারকে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের নির্দেশ দেন ইউএনও।
ইউএনও বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ক্রেতারা যেন সরকার নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করতে পারে, সে জন্য আমাদের নিয়মিত বাজার মনিটনিং অব্যাহত রয়েছে। দোকানে পণ্য তালিকা দেখে ক্রেতাদের পণ্য ক্রয় করতে অনুরোধ জানান তিনি।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে