গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ করার ডাক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অগাস্ট ২০২৪

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ভারত। সেখানে দুদিন ধরে এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে। এর মধ্যে গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একই সঙ্গে সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে  আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী  বলেন, ‌দফা এক, দাবি এক- মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। তিনি রাজনৈতিক দলগুলোসহ সবাইকে শুক্রবার পুরো পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেওয়ার আহ্বান জানান  এ সময়।

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর