সেনাবাহিনীর সদস্যদের ওপর বিক্ষোভকারীদের হামলা, এক সেনাসহ হতাহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৪

পাকিস্তানে সেনাবাহিনী সদস্যদের ওপর বিক্ষোভকারীদের হামলায় এক সেনা সদস্য নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিমের শহর গোয়াদরে একটি মিছিল থেকে এ হামলা চালানো হয়। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডয়চে ভেল।

খবরে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে দেশটির একটি জাতীয়তাবাদী জাতিগত বালুচ আন্দোলন বন্দর নগরীটির মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। বিক্ষোভকারীদের দাবি, তাদের গ্রেপ্তারকৃত সদস্যদের মুক্তি দিতে হবে। কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের আন্দোলনের সদস্যদের গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে তারা।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, প্রতিবাদকারীরা তাদেরকে পাহারা দেওয়ায় নিয়োজিত সেনা সদস্যদের ওপর হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে।  বিনা প্ররোচনায় সহিংস প্রতিবাদকারীদের হামলায় একজন সেনা কর্মকর্তাসহ ১৬ সৈনিক আহত হয়েছেন।

এদিকে, বালুচ আন্দোলনের নেতা বেবার্গ বালুচ জানিয়েছেন সেনাবাহিনী শক্তি প্রয়োগ করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করেছিল। এতে নারী এবং শিশুসহ অনেকে আহত হন। তবে সেনাবাহিনীর হতাহতের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর