দাবানলে প্রতি ঘণ্টায় পুড়ছে ৮ বর্গমাইল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল  কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতি ঘণ্টায় পুড়ছে বর্গমাইল বা হাজার একর এলাকা। গত বুধবার থেকে শুরু হওয়া দাবানলে ইতোমধ্যে প্রায় সাড়ে লাখ একর এলাকা পুড়ে গেছে।  খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, চরম ব্যাপকতার এ দাবানল ক্যালোফোর্নিয়ার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়ে পরিণত হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আড়াই হাজারের বেশি দমকলকর্মী কাজ করছে। কমপক্ষে ১৬টি হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে সেই সাথে একাধিক এয়ার ট্যাংকার থেকে পানি ফেলা হচ্ছে।

এদিকে উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যের কোহাসেট, ফরেস্ট ্যাঞ্চ চিকো শহর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম বুটে তেহামা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।

এদিকে দাবানলের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ৪২ বছর বয়সী ওই ব্যক্তি বাট কাউন্টির অ্যালিগেটর হোলের কাছে নালায় জ্বলন্ত একটি গাড়ি ঠেলে দেওয়ার পর দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, এমনটাই জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর