শেরপুরের নকলায় কলা গাছের ভেলা থেকে পড়ে ডুবে গেছে রিফাত (৮) নামে এক শিশুর মায়ের স্বপ্ন। ভেলাটি দিয়ে খেলার সময় বন্যার পানিতে ডুবে রিফাতের মৃত্যু হয়। শনিবার (৬ জুলাই) দুপুরের দিকে উরফা ইউনিয়নের হাসনখিলা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রিফাতের মায়ের স্বপ্ন ছিল, ছেলেকে হাজেজ হিসেবে গড়ে তুলবেন। এজন্য তাকে এলাকার তারাকান্দা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তিও করে দিয়েছিলেন।
রিফাত হাসনখিলা উত্তরপাড়া এলাকার আবুল কালামের ছেলে। জানা গেছে, শনিবার দুপুরের দিকে রিফাত বন্যার পানিতে কলাগাছের ভেলা দিয়ে খেলতে যায়। কয়েক ঘন্টা পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে গভীর গর্তের (কুড়ের) পাশে রিফাতের জুতা পড়ে থাকতে দেখেন তারা। এ সময় সবাই কুড়ের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাতে পানির নিচ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো পানিতে ডুবে শিশু মৃতের বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে স্থানীয় ইউপির চেয়ারম্যান ও নকলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে