ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৪

ইইউ পার্লামেন্ট নির্বাচনে ডেনমার্কের ভোটের দুই দিন আগে রাস্তায় প্রকাশ্যেই হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। রাজধানী কোপেনহেগেন শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে হামলার এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে হয়েছে,  একজন লোক প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন কাছে এগিয়ে যায়। এরপর তাকে আঘাত করে। ওই হামলাকারীকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন হামলাকেঘৃণ্য’ অভিহিত করে বলেছেন, এমন হামলা  আমাদের বিশ্বাস এবং ইউরোপে আমরা যার বিরুদ্ধে লড়াই করছি, তার বিরুদ্ধে যায়।

এদিকে হামলার ঘটনার পর বিবৃতি দিয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রীর কার্যালয়। বিবৃতিতে হামলার ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলা হয়েছে,  প্রধানমন্ত্রী ঘটনায় হতবাক হয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় অবশ্য ঘটনায় বিস্তারিত আরও কিছু জানায়নি।

ওদিকে দেশটির পুলিশ বলেছে, এ ঘটনায় তারা একজনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত করছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এদিকে মারি আদ্রিয়ান এবং আনা রাভন নামে দুজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদপত্র বিটি। বিটি বলেছে, তারা ওই হামলার ঘটনা দেখেছেন। তারা বলেছেন, একজন লোক বিপরীত দিক দিয়ে এসে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের কাঁধে ধাক্কা দেন। এর ফলে প্রধানমন্ত্রী একপাশে পড়ে যান, তবে  মাটিতে পড়ে যাননি। এরপর একটি ক্যাফেতে বসেন  তিনি।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর