যুদ্ধ শেষ করার ব্যাপারে আগ্রহী ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৪

হামাসের কাছে থেকে জিম্মিদের ছাড়িয়ে নিতেজিম্মি চুক্তিসংক্রান্ত নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর গাজায় স্থিতিশীলতা ফেরাতে অর্থাৎ যুদ্ধ শেষ করার ব্যাপারে আগ্রহী তারা। এ ছাড়া হামাসের কিছু দাবি মেনে নেওয়ার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে। দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিওস।

হামাসের কিছু দাবি মেনে নেওয়ার মধ্যে অন্যতম- সাধারণ গাজাবাসীকে তাদের বাড়িঘরে ফিরে যেতে দেওয়া হবে। তাছাড়া গাজার মাঝে দিয়ে তৈরি নতুন করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে।

গত বছরের অক্টোবর হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর  জিম্মি চুক্তিরঅংশ হিসেবে এবারই প্রথমবারের মতো যুদ্ধটি বন্ধের বিষয়ে আলোচনা করতে আগ্রহ দেখিয়েছে ইসরায়েল।

এদিকে হামাস বলছে, জিম্মি চুক্তি করতে চাইলে তাদের দেওয়া স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলকে রাজি হতে হবে। অবশ্যই গাজায় হামলা বর্বরতা বন্ধ করতে হবে।

জানা গেছে, মিসরের গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেত, প্রতিরক্ষা বাহিনী এবং প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জিম্মি চুক্তি এবং রাফাহতে ইসরায়েলি সেনাদের সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা হয়। এরপরই হামাসের কাছে নতুন একটি প্রস্তাব পৌঁছে দেন মিসরের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। ওই প্রস্তাবে  বলা হয়েছে চুক্তির বিষয়ে ইসরায়েল আরও ছাড় দিতে রাজি আছে। নতুন এ প্রস্তাব পাওয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে হামাস। তারা বলছে,  এ প্রস্তাব বিশ্লেষণের পর নিজেদের সিদ্ধান্ত জানাবে।

বিডি২৪অনলাইন/আই/এমকে

 


মন্তব্য
জেলার খবর