ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা নিরীহ সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ হচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে গ্রফতার করেছে দেশটির পুলিশ।  কিন্তু গ্রেফতারে দমছে না আন্দোলনকারীরা। সংবাদমাধ্যম সিবিএস নিউজ

খবরে বলা হয়েছে, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন  শহরের এমারসন কলেজ থেকে প্রায় ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ৯৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে ইউনিভার্সিটি  অব টেক্সাস থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সেখানে বিক্ষোভকারী পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। কলাম্বিয়া, ইয়েল নিউইয়র্ক ইউনির্ভাসিটিতে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়ের পর গ্রেফতারের এ ঘটনা ঘটেছে।

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর