বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪

ভারী বৃষ্টিপাত সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সেখানে ভ্রমণ চলাচলও ব্যাপকভাবে ব্যহত হচ্ছে। ওদিকে  ওমানে ভারী বৃষ্টিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। খবর সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়েছে, ওমানে মারা যাওয়াদের মধ্যে অন্তত জন স্কুলছাত্রী। মূলত তাদেরকে বহনকারী গাড়িটি সামাদ শানে বন্যার পানিতে ভেসে যায়। উদ্ধারকারী দল এখনও নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজছে।

ওদিকে ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যা উপসাগরীয় অঞ্চলের কিছু অংশ কার্যত ভাসছে। খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি প্রদেশের সরকারি বেসরকারি খাতের প্রশাসনিক কর্মীদের ছুটি ঘোষণা করা হয়েছে।

বন্যাকবলিত এলাকা থেকে নাগরিকদের বের করে আনতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আশ শারকিয়াহ উত্তর প্রদেশে পুলিশ সৈন্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতে প্রধান মহাসড়কগুলোর কিছু অংশ প্লাবিত হয়েছে। দুবাইজুড়ে সড়কপথে বহু যানবাহন পরিত্যক্ত পড়ে  আছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড বাতাসের কারণে বিমান চলাচলও ব্যাহত হয়।

প্রাথমিক অনুমানে কেবল মঙ্গলবার সকালেই দুবাইতে ৩০ মিমি এরও বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া বাহরাইন, কাতার সৌদি আরবেও বৃষ্টি হয়েছে।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর