গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এতে অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে চারজন শিশু রয়েছে। হামলায় আরও অনেকে আহত হয়েছেন। খবর সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়েছে, হামলার পর ওই শিবিরের আল-জাওয়াইদা এলাকায় আবু ইউসুফ পরিবারের একটি বাড়ি থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজে দেখা গেচে, নিহতদের মধ্যে অন্তত ১০ জনের মৃতদেহ দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছে।

এর আগে গত মাসের দ্বিতীয় সপ্তাহেও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়। নিহতদের সবাই নারী শিশু।

উল্লেখ্য, গত অক্টোবর হামাসের সঙ্গে দলখলদার ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর অবিরাম বিমান স্থল হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে ওই ভূখণ্ডে।

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর