থাইল্যান্ড সীমান্ত শহর মিয়ানমার সেনাবাহিনীর হাতছাড়া

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্ত মায়াওয়াদ্দি শহর হাতছাড়া হয়ে গেছে মিয়ানমারের সেনাবাহিনীর। জান্তার সৈন্যরা জাতিগত কারেন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের শিকার হওয়ার পর শহরটি তাদের হাতছাড়া হয়। এটি মিয়ানমারের সামরিক জান্তার জন্য গুরুতর ধাক্কা বলে মনে করা হচ্ছে। খবর বিবিসি

থাইল্যান্ডের সাথে মিয়ানমারের স্থলপথে বাণিজ্যের বেশিরভাগই মায়াওয়াদ্দির মধ্য দিয়ে হয়। তাই মিয়ানমারের পূর্ব সীমান্তের এ শহর কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ।

খবরে বলা হয়েছে, , মিয়ানমারের গুরুত্বপূর্ণ সীমান্ত শহর মায়াওয়াদ্দি রক্ষায় নিযুক্ত শত শত জান্তা সৈন্য বিদ্রোহী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়েছে। মূলত অন্যান্য অভ্যুত্থানবিরোধী বাহিনীর মিত্র হিসেবে জাতিগত কারেন বিদ্রোহীরা জান্তার সঙ্গে লড়াই করছে।

কারেন ন্যাশনাল ইউনিয়ন ঘোষণা করেছে, মায়াওয়াদ্দি থেকে প্রায় ১০ কিলোমিটার (. মাইল) পশ্চিমে থাঙ্গানিনাং শহরে থাকা জান্তা বাহিনীর একটি ব্যাটালিয়নের সৈন্যরা তাদের কাছে আত্মসমর্পণ করেছে।

এদিকে আত্মসমর্পণের সময়ের একটি ভিডিও পোস্ট করেছে গোষ্ঠীটি। ওই ভিডিওতে তাদের যোদ্ধাদের উচ্ছ্বসিত দেখা গেছে। যোদ্ধাদের বিপুল পরিমাণ অস্ত্রসহ অস্ত্রাগার দেখিয়েছে তারা।

খবরে জানানো হয়েছে, সপ্তাহান্তে কারেন বাহিনী মায়াওয়াদ্দির ভেতরে জান্তা বাহিনীর অবশিষ্ট ব্যাটালিয়নের সাথে আলোচনার পর তারাও বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়েছে।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর