তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪

তাইওয়ানের পূর্ব উপকূলে বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকালের দিকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল দশমিক ৪। এ কম্পন চীন, ফিলিপাইন এবং জাপানেও অনুভূত হয়েছে। এদিকে ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অনেক ভবন হেলে যাওয়ার খবর পাওয়া গেছে, আতঙ্কিত লোকজন তাদের বাড়ি থেকে বেরিয়ে আসেন।

 

ভূমিকম্পের  পর তাৎক্ষণিক এক বিবৃতিতে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কা রয়েছে তাইওয়ান তার প্রতিবেশি ওই তিন দেশে। জরুরি বার্তায় তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামি আঘাত হানতে পারে। উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে এ ভূমিকম্প।

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর