ইসরায়েলি হামলায় আল শিফা হাসপাতালে চার শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আল শিফা হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ, মেডিকেল কর্মীসহ চার শতাধিক মানুষ নিহত হয়েছে।  ১৩ দিন ধরে সেখানে অভিযান চালিয়ে আসছে দখলদাররা। খবর আল জাজিরা।

গত অক্টোবর ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বাঁধার পর  থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন নিহত  ও ৭৫ হাজার ১৯০ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় পুরো গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অধিকাংশ মসজিদ, বাড়ি-ঘর এবং ভবনই ধ্বংস হয়ে গেছে।

হামলার কারণে টিকতে না পেরে লাখ লাখ ফিলিস্তিনি মিশর সীমান্তবর্তী এলাকা দক্ষিণ গাজার রাফায় আশ্রয় নিয়েছে।  এ অবস্থায় আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে রাফায়ও অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল।

এদিকে ইসরায়েলের রাফা অভিযান নিয়ে উদ্বেগ জানালেও সম্প্রতি ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের বোমা যুদ্ধবিমান হস্তান্তরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।  এর মধ্যে রয়েছে রয়েছে ১৮০০ এমকে ২০০০ এলবি বোমা ৫০০ এমকে-৪২ ৫০০ এলবি বোমা। গাজায় অব্যাহত হামলার কারণে যখন আন্তর্জাতিক তীব্র সমালোচনার মুখোমুখি ইসরায়েল, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক সহায়তার খবর এলো।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর