যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সাড়া

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৪

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পর এবার যুদ্ধবিরতির প্রস্তাবে নতুন আলোচনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতারের রাজধানী দোহা মিসরের রাজধানী কায়রোতে হবে এ আলোচনা। খবর এএফপি।

 

নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত হয়ে দোহায় অবস্থানরত আলোচনাকারী দলকে ফিরিয়ে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে নতুন আলোচনা ইস্যূতে কথা বলেছেন নেতানিয়াহু। এ ক্ষেত্রে বার্নেয়া নিজে দোহা বা কায়রোতে যাবেন কিনা, সেটা স্পষ্ট করা হয়নি এখনো।

গত অক্টোবর গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হয় ইসলায়েলের। এরপর ৫ মাসের বেশি ধরে চলমান ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি নিহত প্রায় এক লাখ মানুষ আহত হয়েছেন।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর