ত্রাণের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের জন্য জড়ো হওয়া আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১৯ জন নিহত ও আহত হয়েছেন ২৩ জন। যদিও হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল। খবর সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগেও সম্প্রতি গাজায় ত্রাণের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ধরনের হামলা চালায় ইসরায়েল।

মিডিয়া অফিস জানিয়েছে, গাজা শহরের দক্ষিণ-পূর্বে আল-কুয়েত গোলচত্বরের কাছে হাজার হাজার নাগরিক যখন আটা সাহায্যের জন্য জড়ো হয়ে অপেক্ষা করছিল, তখন সেখানে হামলা চালিয়েছি দখলদার ইসরায়েলি বাহিনী। তারা ১৯ জনকে হত্যা এবং ২৩ জন বেসামরিক নাগরিককে আহত করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর ভারী গুলি চালানো হয়েছে। হামলায় আহতদের নিকটবর্তী আহলি আরব হাসপাতালে নেওয়া হয়েছে।

বাস্তবতা দুঃখজনক, কঠিন এবং চ্যালেঞ্জিং বলেও উল্লেখ করেন তিনি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী  এ হামলার কথা অস্বীকার করার পাশাপাশি  সাহায্যপ্রার্থীর মানুষের ওপর গুলি চালানোর খবরভুলবলেও দাবি করেছে।

এক বিবৃতিতে তারা দাবি করেছে, কনভয়ের বিরুদ্ধে কোনও বিমান হামলা চালানো হয়নি।ইসরায়েলি বাহিনী ত্রাণ নিতে আসা লোকজনের ওপর গুলি চালিয়েছে বলে তেমন ঘটনাও পাওয়া যায়নি।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর