পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৪

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত।  কেন্দ্রীয় সরকারের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স

লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশটির কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকদের অনেকে।

এর আগে দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে গত ডিসেম্বরেও পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই  ভারত সরকার জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

মুম্বাইভিত্তিক একটি পেঁয়াজ রপ্তানি সংস্থার কর্মকর্তা রয়টার্সকে বলেন, পেয়াজ রপ্তানি নিয়ে সরকারের আদেশ হতবুদ্ধিকর এবং পুরোপুরি অপ্রয়োজনীয়। আগে আরোপিত নিষেধাজ্ঞার কারণে দাম এমনিতেই কমে গছে। নতুন করে অনির্দিষ্টকালের রপ্তানি নিষেধাজ্ঞা আসায় সামনের দিনগুলোতে দাম আরও নেমে যাবে।

প্রসঙ্গত বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ তাদের পেঁয়াজের ঘাটতি পূরণে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর