জলদস্যুদের ছিনতাই করা জাহাজ ভারতীয় নৌবাহিনীর দখলে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৪

ভারতের নৌবাহিনী সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা একটি জাহাজ তাদের কাছে থেকে দখলে নিয়েছে। ওই জাহাজে থাকা ১৭ জন ক্রু সদস্যকেও উদ্ধার করেছে তারা। এ সময় জাহাজটিতে থাকা ৩৫ জন জলদস্যু তাদের কাছে আত্মসমর্পণ করেছে। খবর সংবাদমাধ্যম আল জাজিরা।

গত বছরের শেষের দিকে পণ্যবাহী এ জাহাজ ছিনতাই করেছিল জলদস্যুরা।  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, মাল্টিজ-পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে অবস্থানরত ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক আছে কিনা  সেটা পরীক্ষা করা হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, দুই দিন আগে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ দখলে নিতে এই জাহাজটিকে ব্যবহার করতে পারে।

সোমালি জলদস্যুরা ২০১৮ সাল পর্যন্ত এক দশক ধরে গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখলেও মাঝে তাদের কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়ে। কিন্ত গত বছরের শেষের দিকে তাদের অপতৎপরতা আবারও বাড়তে শুরু করে।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর