রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২০

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৪

ইউক্রেনের বন্দর নগর ওডেসায় রুশ বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত  আর ৭৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। গত বছরে শহরে রুশ সেনারা যত আঘাত হেনেছে, তার মধ্যে এ হামলাকে সবচেয়ে ভয়াবহ বিবেচনা করা হচ্ছে। খবর সিএনএন

এক বিবৃতে হামলাকেপুরোপুরি অগ্রহণযোগ্যবলেছেন জাতিসংঘের ইউক্রেন বিষয়ক কর্মকর্তা ডেভিড ব্রাউন।

খবরে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বেলা ১১ টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এরপর যখন ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা  ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনদের উদ্ধার করার কাজ শুরু করেন, তখন দ্বিতীয়বার হামলা চালানো হয়।

জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা জানিয়েছেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো ওডেসায়ডবল ট্যাপহামলা চালিয়েছে রুশ বাহিনী।

এদিকে দ্বিতীবারের ক্ষেপণাস্ত্র হামলায় ডেনিস কোলেসনিকভ (২৫) নামের এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত জন রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন।

ওদিকে এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকেঘৃণ্য কাপুরুষতাহিসেবে আখ্যায়িত করেছেন। সেই সঙ্গে বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী হামলার সমুচিত জবাব দেবে।

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর