প্রেসিডেন্ট নির্বাচনে ফের ট্রাম্প-বাইডেন লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৪

উভয় দলের অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে মনোনয়ন বিষয়ে দলীয় সমর্থন পাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে টানা দু’বার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের মধ্যে লড়াই হবে। খবর বিবিসি রয়টার্স।

আগামী নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। খবরে বলা হয়েছে- মঙ্গলবার চার অঙ্গরাজ্য, এক মার্কিন অঞ্চল বিদেশে বসবাসরত ডেমোক্র্যাটদের প্রাইমারি নির্বাচন শেষ হয়েছে। প্রার্থী হওয়ার ক্ষেত্রে হাজার ৯৬৮ জন প্রতিনিধির সমর্থন দরকার হলেও বাইডেন তার চেয়ে বেশি সমর্থন পেয়েছেন।

আগামী আগস্টে দলের সম্মেলনে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

অন্যদিকে জর্জিয়া, মিসিসিপি ওয়াশিংটন স্টেট প্রাইমারি নির্বাচনের মাধ্যমে দলীয় সমর্থন পেতে ট্রাম্পের দরকার ছিল হাজার ২১৫ প্রতিনিধির সমর্থন। তিনিও এর চেয়ে বেশি সমর্থন পেয়েছেন। যদিও দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ট্রাম্পের শেষ প্রতিদ্বন্দ্বি নিকি হ্যালি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান গেল সপ্তাহে।

৭০ বছর পর যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক রিপাবলিকান পার্টি- দুদলের একই প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর