ইউক্রেনে বিপুল অংকের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৪

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এবার ৩০০ মিলিয়ন মার্কিন ডলার প্যাকেজের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় এ প্যাকেজের আওতায় গোলাবারুদ, রকেট এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র পাঠানো হচ্ছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে এ অস্ত্র পাঠানোর ঘোষণা এমন সময়ে সামনে এলো, যখন ইউক্রেনে আরও সহায়তা পাঠানোর বিষয়ে কংগ্রেসে পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছে।

গত প্রায় তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনে ধরনের সহায়তা পাঠাতে চলেছে যুক্তরাষ্ট্র। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এ সহায়তা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। গোলাবারুদ সহায়তা ইউক্রেনের বন্দুকগুলোকে একটি নির্দিষ্ট ও অল্প সময়ের জন্য সচল রাখবে।

ওদিকে মঙ্গলবার ডেনমার্ক ঘোষণা করেছে, ইউক্রেনে প্রায় ৩৩৬ মিলিয়ন মার্কিন ডলারের গোলাবারুদ এবং আর্টিলারি পাঠাবে তারা।

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে অস্ত্রেরকৃত্রিম ঘাটতিরকারণে রাশিয়ার কাছে জায়গা হারিয়েছে ইউক্রেন। গত মাসে এ বিষয় জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর