হুথিদের ২৮ ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র-ব্রিটেন-ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৪

লোহিত সাগরের ইয়েমেন উপকূলে হামলা চালিয়ে ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুথিদের ২৮টি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ফ্রান্স।  রোববার (১০ মার্চ)  এ খবর প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, লোহিত সাগরে শনিবার ভোরে অন্তত ২৮টি আনক্রুড এরিয়াল ভেহিকেল (ইউএভি) ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, ওই সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর বড় ধরণের আক্রমণের আসন্ন হুমকি নির্ধারণের পরে সেটা  প্রতিহতে এ পদক্ষেপ নিয়েছে তারা।

ওদিকে হুথি বলেছে, প্রোপেল ফরচুন নামে একটি বাণিজ্যিক জাহাজ এবং বেশ কয়েকটি মার্কিন ড্রেস্টয়ারকে লক্ষ্যবস্তু করেছে তারা। যদিও এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলছে, হুথিদের হামলায় কোনও মার্কিন বা জোট বাহিনীর সামরিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়নি। তাছাড়া বাণিজ্যিক জাহাজের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর প্রায় মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত জাহাজগুলোতে হামলা করছে হুথিরা। হুথিরা বলছে, গাজায় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন দিতেই হামলা চলছে তাদের। হুথিদের বারবার হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো প্রায়ই ইয়েমেনে হামলা করছে।

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর