রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪

ভারতে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠাচ্ছে  ভারত সরকার। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে শরণার্থীদের  একটি দল ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে। দলটির অধিকাংশ সদস্য নারী এবং শিশু।

 সাম্প্রতিক জান্তা-বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত শুরুর পর এসব রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং।  খবর এএফপি

মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং বলেছেন, মিয়ানমারের যেসব নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নাগরিকদের প্রথম ব্যাচ শুক্রবার ফেরত পাঠানো হচ্ছে।

ভারত রেফিউজি কনভেনশনে স্বাক্ষরকারী দেশ না হলেও মানবিক বিবেচনায় দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিপদগ্রস্ত নাগরিকদের আশ্রয় সহায়তা দিয়ে আসছে ভারত, পোস্টে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর