সামরিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চীনের সঙ্গে মালদ্বীপের চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৪

শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা সামরিক সহায়তা পেতে চীনের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষরকরেছে মালদ্বীপ। এদিকে ভারতীয় সেনাদের দ্বীপরাষ্ট্রটি ছেড়ে যাওয়ার নির্দেশ  দিয়ে মালদ্বীপ। খবর  ডয়চে ভেলে

এদিকে দুই দেশের মধ্যে হওয়া এ প্রতিরক্ষা চুক্তিকে ভারতীয় বলয় থেকে মালদ্বীপের বেরিয়ে আসার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।  ভারতীয় সেনাদের দ্বীপরাষ্ট্রটি ছাড়ার নির্দেশ দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে মালের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে।

এতোদিনে ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক ছিল মালদ্বীপের। কিন্তু গত বছরের নির্বাচনে চীনপন্থী রাজনীতিক মোহাম্মদ মুইজ্জু দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে।

ভারত মহাসাগরের পূর্ব-পশ্চিম শিপিং রুটের গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছে মালদ্বীপ। সেখানে দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তার করে আছে ভারত।

ওদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট চলে যাওয়ার নির্দেশ দেওয়ায় ভারতের সামরিক বাহিনী তাদের সেনাদলকে পুরোপুরি প্রত্যাহার করবে বলে খবরে প্রকাশ ।

 

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর