গাজায় অনাহারে মারা যাচ্ছে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে মানবিক সংকট প্রকট আকারে রূপ নিয়েছে। সেখানে শিশুরা গুরুতর মাত্রায় অপুষ্টির শিকার হচ্ছে। অনাহারে মারা যাচ্ছে তারা। এমন তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে বলা হয়েছে, প্রথমবারের মতো টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের সংস্থা আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতাল পরিদর্শন করেছে। হাসপাতাল পরিদর্শন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টেগুরুতর ফলাফলপাওয়ার কথা জানিয়েছেন।

গেব্রেইয়েসুস পোস্টে লিখেছেন, উত্তর গাজায় মারাত্মক মাত্রায় অপুষ্টি রয়েছে। শিশুরা অনাহারে মারা যাচ্ছে। জ্বালানি, খাদ্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহের গুরুতর ঘাটতি রয়েছে সেখানে। খাবারের অভাবে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। সেখোনে হাসপাতাল ভবনগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অঞ্চলে খুবই অল্প খাদ্য বা বিশুদ্ধ পানি নিয়ে বসবাস করছে আনুমানিক লাখ মানুষ।

 

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি পানিশূন্যতায় অন্তত ১৫ শিশু মারা গেছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি হাসপাতালে রোববার ১৬তম শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।

এর আগে জাতিসংঘ গত সপ্তাহে বলেছিল, গাজায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য। গাজা উপত্যকাজুড়ে কমপক্ষে সাড়ে লাখ মানুষ বিপর্যয়কর মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছেন। সেখানকার উত্তরাঞ্চলে দুই বছরের কম বয়সী প্রতি ছয়জন শিশুর মধ্যে একজন ভুগছে তীব্র অপুষ্টিতে।

 

 

মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক অ্যাডেল খোদর এক বিবৃতিতে বলেছেন, গাজায় অবশিষ্ট যে কয়েকটি হাসপাতাল এখনো চালু আছে, এর মধ্যে কোথাও কোথাও নিজেদের জীবন বাঁচানোর জন্য আরও বেশি শিশু লড়াই করছে। তারা সঠিক যত্ন পরিষেবা পাচ্ছে না। মর্মান্তিক এবং ভয়াবহ মৃত্যু মানবসৃষ্ট, পূর্বাভাসযোগ্য এবং সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য বলেও জানিয়েছেন তিনি।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর