খাগড়াছড়িতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারী ২০২৪

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের মাসিক নিরাপত্তা   মতবিনিময় সভা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে মাটিরাঙ্গা জোনের সদর দফতরের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান।

সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.  রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা,  গুইমারা থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি এম এম জাহাঙ্গীর আলম,  মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিমসহ জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গনমাধ্যমকর্মী সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো.  কামরুল হাসান বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায় মিলেমিশে  একে অপরের প্রতি সহমর্মিতা দেখানোর মাধ্যমে মাদক, চোরাচালানকারী, চাঁদাবাজমুক্ত সমাজ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এ এম ফাহাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর