গাজায় অপুষ্টিতে মরছে শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ফেব্রুয়ারী ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েল বাহিনীর আগ্রাসনে মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সেখানকার শিশুরা অপুষ্টির শিকার হয়ে মারা যাচ্ছে।  খবর সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়েছে, উত্তর গাজার হাসপাতালে পানিশূন্যতা অপুষ্টিতে ছয় শিশু মারা গেছে। আল-শিফা হাসপাতালে দুই শিশু মারা গেছে। এছাড়া কামাল আদওয়ান হাসপাতালে চার শিশু মারা গেছে। ওই হাসপাতারে সাতজন গুরুতর অবস্থায় রয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে উত্তর গাজায় মানবিক বিপর্যয় এড়াতে অবিলম্বে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। বলেন, গাজায় গণহত্যা বন্ধ করতে একটি নৈতিক মানবিক পরীক্ষার সম্মুখীন হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

ওদিকে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক আহমেদ আল-কাহলুত জানিয়েছে, জেনারেটরের জ্বালানির অভাবে হাসপাতালটি তার পরিষেবা বন্ধ করে দিয়েছে। একই কারণে  জাবালিয়ার আল-আওদা হাসপাতালও তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে।

এদিকে হামাস বুধবার বলেছে, কামাল আদওয়ান হাসপাতাল বন্ধ হলে উত্তর গাজায় স্বাস্থ্য মানবিক সংকট আরও বেড়ে যাবে। এ অঞ্চল ইতোমধ্যেই দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। কেননা সেখানে সহায়তা মিশনগুলোকে অবরুদ্ধ করে রেখে বা তাদের কার্যক্রম ব্যাহত করছে দখলদার ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাস ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহতের সংখ্যা  ইতোমধ্যে ২৯ হাজার ৯৫৪ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৬ জন মারা গেছেন।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে

 


মন্তব্য
জেলার খবর