রাফার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৪

দক্ষিণ গাজার জনবহুল শহর রাফার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। খাবার সঙ্কট ভয়াবহ আকারে রূপ নিচ্ছে। ত্রাণবাহী ট্রাক দেখলেই সেগুলো থামাচ্ছে  সেখানকার ক্ষুধার্ত মানুষ

জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) তাদের সর্বশেষ দৈনিক আপডেটে এ পরিস্থিতি জানিয়েছে। ওসিএইচএ বলছে, মানবিক সংকট নিয়ে আতঙ্কিত অবস্থার মধ্যেই খাদ্য সংকটের কারণে সেখানকার মানুষের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে।

ওসিএইচএ  বলছে, গাজায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে খাবার প্রয়োজন। লোকজনের পুষ্টির প্রয়োজনীয়তা নিশ্চিত করতে হবে।

এদিকে শুধুমাত্র রাফাহ এবং কেরেম শালোম ক্রসিং দিয়ে ত্রাণ গাজা উপত্যকায় প্রবেশ করতে পারছে। ওদিকে আশদোদ বন্দর দিয়ে গাজার জন্য পাঠানো আটার একটি বড় চালান আটকে দিয়েছে দখলদার ইসরায়েল।

গত অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে  ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে

 


মন্তব্য
জেলার খবর