ফিলিপাইনে স্বর্ণখনিতে ধসে ৫৪ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৪

ফিলিপাইনে একটি স্বর্ণখনিতে ধসের ঘটনায় ৫ দিনে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৬৩ জন। গত ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাভাও দে ওরোর মাকো শহর এলাকায় ওই স্বর্ণখনিতে ধস নামে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

দাভাও দে ওরো প্রদেশ প্রশাসনের কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি জানান, ওই স্বর্ণখনিতে ধস নামার কিছু সময়ের মধ্যেই উদ্ধার কার্যক্রম শুরু করেন দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা। বিভাগের ৩শরও বেশি কর্মী ওই খনিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ধারণা করা হচ্ছে, কাদা-জঞ্জালের স্তূপের নিচে অন্তত ৬৩ জন মানুষ এখনও আটকা পড়ে আছেন। তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তবে উদ্ধারকারী বাহিনীর কর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

এদিকে ওই এলাকায় ভারী বর্ষণ হচ্ছে। কাদায় পুরো খনি এলাকা ঢেকে গেছে এবং আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। তিনি এটাও বলেন,  কাদায় পুরো খনি এলাকা ঢেকে যাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় কাঙ্ক্ষিত গতি আনা যাচ্ছে না।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর