আগ্রাসন বন্ধ ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারী ২০২৪

 

দীর্ঘদিন হচ্ছে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করছে  ইহুদিবাদী ইসরায়েল। কিন্তু গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে না মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি।

 

এক বিবৃতিতে সাফ কথা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরব  ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে গত মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবির মন্তব্য করার পরের দিন এ বিবৃতি দেয় সৌদি। খবর বার্তাসংস্থা রয়টার্স।

 

জন কিরবি বলেন, সৌদি আরব ইসরায়েল তাদের সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক। বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে বাইডেন প্রশাসন।

 

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিরবির করা মন্তব্যের আলোকে ফিলিস্তিন ইস্যুতে ওয়াশিংটনের কাছে নিজেদের অবিচল অবস্থান নিশ্চিত করতে বিবৃতি জারি করেছে সৌদি আরব।

 

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর