দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর হামাসের হামলা

নিজস্ব প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারী ২০২৪

গাজা উপত্যকার দুটি প্রধান শহরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিকে রাফাহতে ইসরায়েলের সম্ভাব্য হামলা সেখানকার লক্ষাধিক ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।

হামাসকে নির্মূলের লক্ষ্যে গাঁজায় চার মাসের বেশি সময় হচ্ছে আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদাল ইসরায়েলি বাহিনী।  তবে গাজায় কিছু ক্ষেত্রে এখনো নিয়ন্ত্রণ ধরে রেখেছে হামাস।

খবরে বলা হয়েছে, সৈন্য ট্যাংকের বিশাল বহর নিয়ে ইসরায়েলি বাহিনী এগুলো দখল করার কয়েক সপ্তাহ পরেও এমন হামলা চলছে। এতে বোঝা যায়, যে কোনও সম্ভাব্য যুদ্ধবিরতির আগে এখনও কিছু নিয়ন্ত্রণ বজায় রেখেছে হামাস। ঘনবসতিপূর্ণ ভূখণ্ডের উত্তরে অবস্থিত গাজা শহরে এবং দক্ষিণে খান ইউনিসে অবিরাম লড়াই চলছে। নেতানিয়াহুর অফিসিয়াল একটি বিবৃতি বলা হয়েছে, ‘আমরা তাদেরও দেখে নেব।’

এদিকে ইসরায়েলি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী বেঞ্জামির নেতানিয়াহু বলেছেন, হামাসের ২৪টি যুদ্ধ ব্যাটালিয়নের মধ্যে ১৭টিকে ইতোমধ্যেই চূর্ণ করে দেওয়া হয়েছে। বাকিগুলোর বেশিরভাগই দক্ষিণ গাজা উপত্যকায়- রাফাহ-সহ ভূখণ্ডটির মিশরীয় সীমান্তে রয়েছে।

রয়টার্স বলছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে বিপুল সংখ্যক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন এবং রাফাহতে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন উত্তর আফ্রিকার দেশ মিসরও। দেশটি বলছে, তারা আর নতুন করে ফিলিস্তিনি উদ্বাস্তুদের কোনও আগমন মানবে না।

 

 

 

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর