হামলায় জড়িত থাকার কথা অস্বীকার ইরাক-জর্ডানের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারী ২০২৪

ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী তাদের সঙ্গে সম্পর্কিত মিলিশিয়াদের ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে জর্ডান। আর বাগদাদ সরকারের সঙ্গে সমন্বয় করে ওয়াশিংটনের হামলা চালানোর ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরাক। খবর বার্তাসংস্থা আনাদোলু তাস।

 

খবরে বলা হয়েছে, ইরাকে সর্বশেষ মার্কিন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকেই কোনও ধরনের সমন্বয়ের কথা অস্বীকার করেছে বাগদাদ। ইরাকি সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি বলেছেন, শনিবার এ হামলার সময় আকাশাত এবং আল-কাইম অঞ্চলে ইরাকি ঘাঁটি কাছাকাছি বেসামরিক এলাকাগুলোতে বোমাবর্ষণ করে আমেরিকান যুদ্ধবিমানগুলো। এর মাধ্যমে ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন আগ্রাসন শুরু করেছে আমেরিকান প্রশাসন। এ আগ্রাসনে বেসামরিক নাগরিকসহ ১৬ জনের মৃত্যু ছাড়াও ২৫ জন আহত হয়েছে। পাশাপাশি আবাসিক ভবন সম্পত্তির ক্ষয়ক্ষতি লোকসান হয়েছে। আগ্রাসন পরিচালনার আগে সমন্বয় করা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের ঘোষণাকে প্রতারণার সামিল উল্লেখ করে এজন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাতের এ হামলায় ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে ১২৫টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে।

ওদিকে রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, ইরাকে মার্কিন হামলায় নিজেদের বিমান বাহিনীর জড়িত থাকার খবর অস্বীকার করেছে জর্ডান। অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির এক সামরিক কর্মকর্তা। জর্ডানের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের একজন কর্মকর্তা বলেছেন, ইরাকে মার্কিন বাহিনীর বিমান হামলায় রয়্যাল জর্ডানিয়ান এয়ার ফোর্স অংশ নেয়নি।

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর