প্রবল তুষারপাত হচ্ছে কাশ্মিরে,রেলমন্ত্রীর ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারী ২০২৪

ভূ-স্বর্গ খ্যাত কাশ্মিরে  রাস্তাঘাট পুরু বরফের আস্তরণে ঢেকে গেছে। পরিস্থিতি এমন হয়ে উঠেছে যে, সেখানকার বারামুলা-বানিহাল রুটে যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছে ট্রেন। আর সে ট্রেনও যাচ্ছে তুষার মাড়িয়ে।

বর্তমানে সেখার পরিস্থিতি তুলে ধরে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিওতে দেখা গেছে, তুষারে চারপাশ সাদা এমনকি গাছপালাগুলোও ঢাকা পড়েছে। বরফের মোটা আস্তরণে ঢাকা পড়েছে রেললাইনও। কিন্তু সেই বরফের বুক চিরে ছুটে আসছে লাল-নীল রঙের একটি ট্রেন।

এ ভিডিও ইতোমধ্যে দুই লাখ ভিউ হয়েছে। ভিডিও দেখে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। এদের একজন লিখেছেন, রহস্যাবৃত আকর্ষণীয় সৌন্দর্য। আরেকজন বলেছেন, সুইজারল্যান্ডের ছবি বলে মনে হচ্ছে। অপরজন লিখেছেন, তুষারাবৃত ট্রেনে কাশ্মীর সফর, ভারতের সুইজারল্যান্ডে ট্রেন যাত্রা।

এবারে শীতেরশুরুতে কাশ্মীরে তুষারপাতের দেখা মেলেনি। তবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) থেকে সেখানে ভারী তুষারপাত শুরু হয়। কাশ্মীরের শ্রীনগর এবং সমতলে এখন ভারী তুষারপাত হচ্ছে। ভারী তুষারপাতের জেরে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। বরফে ঢেকে গেছে মুঘল রোড, শ্রীনগর-লেহ হাইওয়েও । যার প্রভাবে স্তব্ধ হয়ে গেছে জনজীবন।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর