বিশ্বের সেরা ধনকুবের এখন ফরাসির বার্নার্ড আর্নল্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৪

বিশ্বের সেরা ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে  ফোর্বস। এ তালিকায় শীর্ষে নাম উঠেছে ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টের। তাঁর সম্পদমূল্য ২০৭ দশমিক বিলিয়ন বা ২০ হাজার ৭২০ কোটি ডলার। এর আগে এ তালিকায় শীর্ষে ছিলেন বৈদ্যুতিক গাড়ি কোম্পানির টেসলার কর্ণধার ইলন মাস্ক। যদিও ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে এখনো তিনিই বিশ্বের শীর্ষ ধনী, তাঁর সম্পদমূল্য ১৯৯ বিলিয়ন বা ১৯ হাজার ৯০০ কোটি ডলার। খবর হিন্দুস্তান টাইমস

বৈশ্বিক বিলাসবহুল ব্র্যান্ড এলভিএমএইচ বা লুই ভুটনের প্রধান নির্বাহী হলেন বার্নার্ড আর্নল্ট। অঢেল সম্পদের মালিক হলেও অনেকটা আড়ালেই থাকতে পছন্দ করেন তিনি, অন্যান্য ধনকুবেরের তুলনায় তার পরিচিতিটা কম।

এদিকে সেরা ধনেকুবেরের তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের সম্পদমূল্য ২০৪ দশমিক বিলিয়ন বা ২০ হাজার ৪২০ কোটি ডলার। তৃতীয় স্থানে আছে -কমার্স প্রতিষ্ঠান আমাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোসের নাম। তাঁর সম্পদমূল্য ছিল ১৮১ দশমিক বিলিয়ন বা ১৮ হাজার ১৩০ কোটি ডলার। ভারতের ধনকুবের মুকেশ আম্বানি আছেন ১১তম স্থানে। বিশ্বের মধ্যে দশের পরে জায়গা থাকলেও এশিয়ার সবচেয়ে ধনী হলেন এ মুকেশ। তাঁর সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলার।

১৯৮৭ সালে লুই ভুটন মোয়েট হেনেসি নিয়ে এলভিএমএইচ গ্রুপ গঠিত হয়। এর দু’বছর পর কোম্পানির শেয়ারের উল্লেখযোগ্য অংশ কিনে নেন আর্নল্ট। আর তখন থেকেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার দক্ষতায় আর কারিশমায় এলভিএমএইচ বিলাসবহুল শৌখিন পণ্যের শীর্ষ ব্র্যান্ডে পরিণত হয়েছে। শ্যাম্পেইন, ওয়াইন, ফ্যাশনেবল পোশাক, চামড়াজাত পণ্য, ঘড়ি, গয়না, প্রসাধনী পারফিউমপণ্যের সম্ভার এলভিএমএইচের। বিশ্বে এলভিএমএইচের সাড়ে পাঁচ হাজার শাখা রয়েছে।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর