ইরাকে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারী ২০২৪

ইরাকের পশ্চিমাঞ্চলে আল আসাদ নামে এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী। শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে চালানো এ হামলায় বেশ কিছু মার্কিন সেনা আহত হয়েছেন। খবর বিবিসি। এ ঘাঁটিতেই মার্কিন সেনারা অবস্থান করছেন।

খবরে বলা হয়েছে, হামলায় অনির্দিষ্ট সংখ্যক মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। মার্কিন সেনার পাশাপাশি হামলায় অন্তত একজন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন। হামলার সময় বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হলেও কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা এড়িয়ে  ঘাঁটিতে আঘাত করে। হামলার পর ক্ষয়ক্ষতির বিষয়টিও মূল্যায়ন করা হচ্ছে

 

প্রসঙ্গত, গত অক্টোবরে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি সৃষ্টি হয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া এবং ইরাকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এছাড়া সিরিয়া, ইরাক পাকিস্তানের লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর