ইরানকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকেগুরুতর পরিণতিরহুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। পাশাপাশি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত তেহরানের শীর্ষ কূটনীতিককেও তলব করেছে দেশটির সরকার। ইরানের এ হামলায় পাকিস্তানে দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছে। খবর বার্তাসংস্থা এএফপি।

বুধবার (১৭ জানুয়ারি) ভোররাতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে ইসলামাবাদ। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনারগুরুতর পরিণতিহতে পারে। এ হামলাসম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য েহামলাটি কোথায় হয়েছে সেটা অবশ্য বিবৃতিতে জানানো হয়নি। পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণের খবর প্রকাশ হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে প্রায় হাজার কিলোমিটার  জনবহুল সীমান্ত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, মঙ্গলবার রাতে হামলায়দুই নিষ্পাপ শিশুর মৃত্যু হয়েছে। তিনটি মেয়ে আহত হয়েছে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো কিছু এখনো বলা হয়নি।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর