ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারী ২০২৪

ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টারসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সেনারা।  হামলায় তোমাহোক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, এগুলো জাহাজ থেকে ছোড়া হচ্ছে। এছাড়া যুদ্ধবিমানও ব্যবহার করা হয়েছে। খবর বার্তাসংস্থা রয়টার্স ও এপিও।

দুই মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। টানা    হামলা চালানোর পর হুথিদের লক্ষ্য করে সরাসরি হামলা চালালো ব্রিটিশ মার্কিনি সেনারা।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুথিরা ২০টি ড্রোন ক্ষেপণাস্ত্র ছোড়ার পর হামলার জবাব দেওয়ার হুমকি দেয় তারা। হুথিদের পক্ষ থেকেও হুমকি দেওয়া হয় তারা এ হামলা চালালে পাল্টা হামলা চালোনো হবে। এদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সরাসরি হামলার পর হুথিরা কী প্রতিক্রিয়া দেখায়, সেটাই সেটিই এখন দেখার বিষয়।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর