যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে, ততক্ষণ কোনও ধরনের বন্দি বিনিময় হবে না। ইসরায়েলের সঙ্গে আর কোনও ধরনের আলোচনা হবে না। এমন ঘোষণাই দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
এদিকে ইসরায়েল বলছে, হামাস ও ফিলিস্তিনির মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ‘অচলাবস্থা’ সৃষ্টি হয়েছে। তাই তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের দলকে কাতার থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছে দেশটি। খবর সংবাদমাধ্যম আল জাজিরা।
হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি প্রধান সালেহ আল-আরোরি বলেছেন, আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে এখন কোনও আলোচনা হবে না। টেকসই ও নিশ্চিত যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত বন্দি বিনিময়ও হবে না। আমরা তাদের (ইসরায়েল) সবাইকে হস্তান্তর করলেও দখলকারীরা জোর দিয়ে বলেছে- গাজায় এখনও নারী ও শিশুদের আটকে রাখা হয়েছে। এখন গাজায় আটক থাকা বাকি বন্দিরা সৈনিক এবং এমন বেসামরিক ব্যক্তি, যারা দখলদার সেনাবাহিনীতে কাজ করেছে। হামাসের সব বন্দিকে মুক্তি না দেওয়া এবং যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তাদের বন্দিদের মুক্তি দেওয়া হবে না। স্থল যুদ্ধ, আকাশ বা অন্যান্য যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর মোকাবিলা করতে তারা প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিডি/আই/এমকে