যুদ্ধবিরতি অব্যাহত দেখতে চান ৫৪ শতাংশ ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩

হামাসের হাতে থাকা জিম্মিদের ফিরিয়ে আনতে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি অব্যাহত দেখতে চান ৫৪ শতাংশ ইসরায়েলি। ইসরায়েলের থিঙ্কট্যাংক সংস্থা লাজার ইনস্টিটিউটের জরিপ বলছে এ কথা। শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে জরিপের ফলাফল প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক মারিভ।

দিনের যুদ্ধবিরতি শেষে শুক্রবার (১ ডিসেম্বর) গাজা উপত্যকায় ফের হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর তাৎক্ষণিকভাবে এ জরিপ চালানো হয়।

জরিপের তথ্য বলছে, ৫৪ শতাংশ ইসরায়েলি যুদ্ধ বিরতি চাইলেও জিম্মিদের মুক্তির জন্য গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান চালানোর পক্ষে মত দিয়েছেন ২৫ শতাংশ ইসরায়েল নাগরিক। বাকি ২১ শতাংশ কোনো মন্তব্য করতে চাননি।

গত দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর জিম্মি-বন্দি বিনিময় এবং গাজায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ দিতে দু’দফায় মোট ৬ দিন যুদ্ধবিরতি রাখতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। ২৫ নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি করে তারা।

এদিকে যুদ্ধ বিরতি শেষে গাজায় ২য় দফা অভিযানের শুরু থেকে পর্যন্ত নিহত হয়েছেন ১৭৮ জন ফিলিস্তিনি।

 

বিডি/আই/এমকে


মন্তব্য
জেলার খবর