জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িতে ইসরায়েলি গোলার আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩

ইসরায়েল এবং হামাসের মধ্যে চারদিনে যুদ্ধবিরতি চলাকলে লেবাননের দক্ষিণে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল গাড়িতে ইসরায়েলি গোলা আঘাত হেনেছে। এতে কোনও শান্তিরক্ষী হতাহত না হলেও শান্তিরক্ষীদের ব্যবহৃত টহল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরা।

ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকে টানা দেড় মাসেরও বেশি সময় হচ্ছে লেবানন-ইসরায়েল সীমান্ত অশান্ত অবস্থায় রয়েছে। যুদ্ধ বিরতি শুরু হওয়ার আগে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের নিয়মিত গুলিবিনিময় হয়েছে। গত শুক্রবার ইসরায়েল হামাসের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়।

এদিকে শান্তিরক্ষীদের গাড়িতে হামলার নিন্দা জানিয়ে লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) বলছে, দক্ষিণ লেবাননে উত্তেজনা কমাতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নিবেদিত শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনা গভীরভাবে উদ্বেগজনক।  আমরা শান্তিরক্ষীদের সুরক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন এমন পুরুষ নারীদের ঝুঁকির মধ্যে ফেলা এড়ানোর বিষয়টি দায়বদ্ধ সব পক্ষকে দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দিচ্ছি।

 

বিডি/আই/এমকে

 


মন্তব্য
জেলার খবর