সারাদশে ৮ ঘণ্টার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৩

দেশব্যাপী বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে।  মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল নৌপথে অবরোধ পালন করবেন দলটির নেতাকর্মীরা।

এদিকে অবরোধ শুরুর আগের রাতে রাজধানী ঢাকার আরামবাগ, গাবতলী, গুলিস্তান, আগারগাঁও, যাত্রাবাড়ী, মিরপুর থানা এবং শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালের সামনে সাতটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধ ডেকে আসছে বিএনপি। রোববার শুরু হওয়া অবরোধ তাদের চতুর্থ দফায় ডাকা অবরোধ। তৃতীয় দফায় ডাকা অবরোধের শেষ দিন বৃহস্পতিবার ( নভেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে চতুর্থ দফায় অবরোধ ডাকা হয়। অবরোধের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

বিডি/আরডি/এমকে

 


মন্তব্য
জেলার খবর