ঘরোয়া জিনিস দিয়ে কেরোটিন ট্রিটমেন্ট

Super Admin
১৮ অক্টোবর ২০২৩

চুলের যত্ন নিতে পার্লারে অনেক টাকা শেষ করে থাকেন নারীরা। চুল সুন্দর ও ঝলমলে রাখতে ক্যারোটিন ট্রিটমেন্টের জুড়ি নেই। আর এই ট্রিটমেন্ট করতে পার্লারে গিয়ে ঢালতে হয় কাড়িকাড়ি টাকা। তবে চিন্তার কিছু নেই ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে কেরাটিন ট্রিটমেন্ট করে নিতে পারবেন! 

এর জন্য দরকার এক বাটি বাসি ভাত। আগের দিন রাতের বেঁচে যাওয়া ভাত নিয়ে নিন। এতে দু-চামচ ঘি আর এক চামচ অ্যালোভেরা জেল ও আট চামচ গোলাপ জল নিন।

একটি পাত্রে এই উপকরণগুলো নিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভাতে রয়েছে প্রোটিন ও অ্যামোনিয়া অ্যাসিড। যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। অন্য দিকে ঘি থাকলে চুলের স্ক্যাল্প ভালো থাকবে! 

এছাড়া গোলাপ জলের জন্য হেয়ার ফলিকল পুষ্টি পাবে। চুল পড়বে না! তবে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে এই সব উপকরণ। 

মিশ্রণটি ব্ল্যান্ড করে ক্রিমের মতো দেখতে হলে চুলের গোড়া থেকে ডগা এবং স্ক্যাল্পে লাগিয়ে নিন ভালো করে। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন! বাড়িতে বসেই মাত্র আধ ঘণ্টায় একেবারে কেরাটিন ঝলমলে চুল পাবেন।


মন্তব্য
জেলার খবর