বাড়িতেই তৈরি করুন বিশুদ্ধ আইলাইনার

International
১৩ অক্টোবর ২০২৩

নারী তার চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য কাজল এবং আইলাইনারের মতো প্রসাধনী ব্যবহার করে আসছেন বহু আগে থেকেই। আইলাইনার এবং কাজলের মতো প্রসাধনীগুলো আগে বাড়িতেই তৈরি করা হতো। কিন্তু প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ব্যবসায়িকভাবে তৈরি হচ্ছে। যার ফলে এসব বাড়িতে তৈরির প্রচলন চলে গেছে। চলুন বিউটি এক্সপার্ট শাহনাজ হুসেনের পরামর্শ অনুসারে, বাড়িতেই আইলাইনার তৈরির কয়েকটি সহজ উপায় জেনে নেই-

কোকোয়া পাউডার

আপনি যদি কালো আইলাইনার ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে যান, তবে এটি আপনার জন্য পারফেক্ট। কোকোয়া পাউডার ব্যবহার করে ব্রাউন আইলাইনার তৈরি করতে পারেন। সেজন্য একটি ছোট বাটিতে এক চামচ কোকোয়া পাউডার নিন এবং কয়েক ফোঁটা পানি বা গোলাপজল যোগ করার পরে ভালোভাবে মিশ্রিত করুন। টেক্সচারটি ঘন রাখুন। উপরের এবং নিচের উভয় ল্যাশ লাইনে এটি ব্যবহার করতে পারেন।

বাদাম

বাদাম প্রায় সবার বাড়িতেই থাকে। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিকভাবে আইলাইনার বা কাজল তৈরির জন্য বাদাম ব্যবহৃত হয়ে আসছে। এটি দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখের পাপড়ি বৃদ্ধিতে কাজ করে। একটি মোমবাতির সাহায্যে বাদাম কালো না হয়ে যাওয়া পর্যন্ত পোড়াতে হবে। তারপরে এর সঙ্গে বাদামের তেল যোগ করে এটি ব্যবহার করতে পারেন।

কাঠের কয়লা

বাড়িতে তৈরি কালো আইলাইনারে ব্যবহৃত মৌলিক উপাদানটি হলো কাঠের কয়লা। এটি পানি বা কোনো তেল যেমন নারিকেল, বাদাম বা জোজোবার সঙ্গে মিশিয়ে বানিয়ে নিতে পারেন। তারপর পাতলা মেকআপ ব্রাশ ব্যবহার করে আইলাইনারটি আপনার চোখে ব্যবহার করুন।

কুমকুম আইলাইনার

আপনি যদি নিজেকে গ্ল্যামারাস দেখাতে চান তবে কুমকুমের লাল আইলাইনার ব্যবহার করতে পারেন। একটি ছোট বাটিতে এক চামচ কুমকুম গুঁড়া নিন এবং এর সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল যোগ করুন। এগুলো একসঙ্গে মিশিয়ে নিন। টেক্সচারটি ঘন রাখুন। এরপর এটি আপনার চোখে ব্যবহার করতে পারেন।


সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া


মন্তব্য
জেলার খবর