কফির সঙ্গে এই ৫ খাবার ভুলেও খাবেন না

International
০৪ অক্টোবর ২০২৩

বিশ্বব্যাপী জনপ্রিয় পানীয় হলো কফি। রো কফি কংবা মিল্ক ক্লান্তি দূর করতে এর জুড়ি নেই। অনেকের দিনেদুই তিন কাপ কফি পানেরও অভ্যাস থাকে। কিন্তু আপনি কি জানেন ৫ খাবার কফির সঙ্গে খাওয়া মোটেও নিরাপদ নয়।

কফির ত্বক, চুল, হার্টের উপর কিছু উপকারী প্রভাব থাকলেও পুষ্টিবিদরা বলছেন, কফির সঙ্গে ৫ খাবারের যেকোনো একটি খেলেও এর উপকারিতা থেকে আপনি বঞ্চিত হবেন।

বিশেষজ্ঞরা বলছেন, কফির সঙ্গে পনির, খাসির মাংস, ওটস, ডিম ও মটরশুঁটি এই ৫ খাবার ভুলেও খাওয়া যাবে না। কারণ কফির ক্যাফিনজাতীয় খাবারের সঙ্গে ক্যালশিয়াম কিংবা জিঙ্কসমৃদ্ধ খাবার শরীরে শোষিত হতে পারে না। এতে আপনার হজমশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।  

তাই সকালের নাস্তায় যদি এই ৫ খাবারে যেকোনো একটি খান তবে কফি না খাওয়াই ভালো। কফির সাথে এই খাবারগুলো খেলে বদ হজম, অ্যাসিডিটি, বুকে ব্যাথা এমনকি দীর্ঘদিন এই খাদ্যাভাস চালাতে থাকলে আলসারও হতে পারে।


মন্তব্য
জেলার খবর