সাইলেন্ট করা মোবাইল ফোন খুঁজবেন যেভাবে

International
০৪ অক্টোবর ২০২৩

মোবাইল সাইলেন্ট অবস্থায় কোথায় রেখেছেন কিছুতেই মনে করতে পারছেন না। কম বেশি আমরা সবাই এমন সমস্যায় পরে থাকি। অফিসের কাজ, ঘুমের অসুবিধা না কারণে বিভিন্ন সময় আমরা মোবাইল ফোনটি সাইলেন্ট করে রাখি। আর তখনই মোবাইল খুঁজে না পেলেই পড়ে যাই বিপদে। 

তবে এক উপায়ে সাইলেন্ট করা অবস্থাও মোবাইলের লোকেশন জানতে পারবেন খুব সহজে। 

প্রথমে অন্য কোন মোবাইল বা কম্পিউটার থেকে গুগলের ওয়েবসাইটে যান সেখানে সার্চ বার এ লিখুন 'ফাইন্ড মাই ফোন'।

তারপর গুগল একাউন্ট এ জিমেইল একাউন্ট সাইন ইন করুন। মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগলে। আপনার সামনে অপশন আসবে যার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার টি অন করে দিতে পারবেন। এরপর রিং অপশনটি সিলেক্ট করুন। আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও খুব জোরে বাজতে থাকবে এবং যতক্ষণ আপনি ফোন হাতে নিয়ে পাওয়ার অফ করবেন না ততক্ষণ বন্ধ হবে না। তাই সেই আওয়াজ অনুসরণ করে ফোনটিকে খুঁজে বের করতে পারবেন সহজেই।


মন্তব্য
জেলার খবর