ইউক্রেনের সামরিক বাহিনীর ১১টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পোস্টে এ খবর
জানানো হয়।
এ পোস্টে বলা হয়, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইউক্রেনের ১১টি ড্রোন
ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ১০টি ক্রুস্ক ও একটি কালুগা প্রদেশে ধ্বংস করা হয়।’
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী ক্রুস্কের গভর্নর রোমান স্টারোভয়েত
জানিয়েছেন, ‘আমাদের অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে।’
এ বছরের জলাইয়ে রাশিয়াকে রুখে দিতে পাল্টা আক্রমণের ঘোষণা দেয় ইউক্রেন।
এরপর থেকেই একের পর এক ড্রোন হামলা চালাতে থাকে ইউক্রেন। কেবল দেশটির সীমান্তবর্তী
অঞ্চলই নয়, খোদ রাজধানী মস্কোতেও ড্রোন হামলা চালায় ইউক্রেন।
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সাত হাজার ১৯১টি ড্রোন ধ্বংস করেছে
বলে দাবি রাশিয়ার।
আরআই